কুমারখালীতে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

কুমারখালীতে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

বিকেলে সরেজমিনে দেখা গেছে, বাড়ির পাশে ফাঁকা জায়গায় পাশাপাশি দুটি স্টিলের খাটিয়ায় বাবা-ছেলের লাশ রাখা। প্রতিবেশী ও স্বজনেরা খাটিয়ার পাশে ভিড় করে কান্নাকাটি করছেন। স্থানীয় বাসিন্দা কাজী তুহিন বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে প্রথমে ছেলে মারা যান। পরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবাও মারা যায়। মৃত ব্যক্তিরা তাঁর স্বজন। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় মাতম চলছে।

চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। কুমারখালী থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুর ঘটনাটি তিনি লোকমুখে জানতে পেরেছেন।

Scroll to Top