ভালোবাসা দিবসে ডেলিভারি ম্যান এবং উবার চালকদের ধর্মঘট | চ্যানেল আই অনলাইন

ভালোবাসা দিবসে ডেলিভারি ম্যান এবং উবার চালকদের ধর্মঘট | চ্যানেল আই অনলাইন

ভালো বেতন এবং কর্মীদের প্রতি বিদ্রুপ আচরণ না করার দাবিতে ভালোবাসা দিবসে উবার চালক এবং ডেলিভারি ম্যানরা ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের কয়েকটি শহরে তিন হাজারের অধিক চালক আগামীকাল ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

Bkash

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভালোবাসা দিবসে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। এতে অংশগ্রহণ করবে স্থানীয় চার অ্যাপের সাথে সংশ্লিষ্ট অন্তত তিন হাজার চালক।

যুক্তরাজ্যের এক ডেলিভারি ম্যান বলেন, আমাদের বেতন এতটাই কম যে সবার কাছে হাস্যকর মনে হয়। এটা এই শহরের সর্বনিম্ন মজুরি বলা চলে। এছাড়া আমাদের দিকে মালিকরা কখনও সুন্দর দৃষ্টিতে দেখেন না।

Reneta June

‘ডেলিভারি জব ইউকে গ্রুপ’ তার ইনস্টাগ্রাম পেজে বলছে, বেশি টাকা আয় করার জন্য অবিরাম কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের অধিকার আদায়ের জন্য কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখাই উত্তম।

পোস্টে আরও বলা হয়, আমাদের একটাই দাবি, আমরা যে কাজ করি তার জন্য যথার্থ ক্ষতিপূরণ চাই। আমরা একটা শ্রেণির কাছে শোষিত হচ্ছি। প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লান্ত হয়ে পড়ছি। এভাবে আর সম্ভব নয়। এখন আমাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়ার সময় এসেছে।

তাদের দাবি, এই কর্মসূচি যুক্তরাজ্যের বাইরেও ছড়িয়ে পড়বে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও এই কাজের সাথে সংশ্লিষ্ট এমন এক লাখ ৩০ হাজার কর্মী বুধবার দু’ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখার প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে, শিকাগো এবং মিয়ামিসহ অন্তত বড় বড় ১০টি শহর থেকে বিমানবন্দরের দিকে কোনো রাইড দিবে না।

Scroll to Top