দৃষ্টিনন্দন শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক

দৃষ্টিনন্দন শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক

দীর্ঘদিন সংস্করণকাজ চলায় বন্ধ ছিল গুলশান-১–এর শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক। চলতি মাসের প্রথম দিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। অন্যান্য পার্কের তুলনায় বেশ অত্যাধুনিক ও ব্যতিক্রম ডা. ফজলে রাব্বী পার্ক। পার্কের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে ১৫ ফুট উচ্চতার স্বচ্ছ কাচ দিয়ে। পার্কের বাইরের শব্দ ৫০ শতাংশ কমিয়ে আনতে এমন ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিনন্দন এই পার্কে রয়েছে বহু প্রজাতির গাছ। সবার জন্য উন্মুক্ত হওয়ায় নিরিবিলি সময় কাটাতে সব বয়সী মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।

লেখা ও ছবি: আশিকুর রহমান

Scroll to Top