অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বলছে বিসিবি

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বলছে বিসিবি

ছবি: সংগৃহীত

অবশেষে দীর্ঘ দুই যুগের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ২০০৩ সালের পর আবারও টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। তবে ২০২৭ সালের পরিবর্তে এক বছর এগিয়ে সিরিজটি আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের দুই টেস্টের সিরিজ খেলার কথা। যদিও ২৪ বছর পর দ্বিতীয় টেস্ট সফর, তবু সেটি হলে অস্ট্রেলীয় ক্রিকেট গ্রীষ্মে অন্তত প্রথমবার টেস্ট খেলার সুযোগ পেত বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ২০২৭ সালের মার্চে না খেলে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে এগিয়ে আনতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অবশ্য এ বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিবির চাওয়ার কথা জানান তিনি।

সিরিজ এগিয়ে আনার বিষয়ে জালাল ইউনুস বলেন, এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া কিছু জানায়নি। আমরা মিডিয়ায় দেখেছি। ওদের নিউ ডি এইচ নামে একটা পাবলিশার আছে বোধহয়। এটা (সিরিজ এগিয়ে আনার বিষয়ে) এখনও আলোচনায় আছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এরকম কোনো রেসপন্স আমাদের কাছে আসে নাই।

জালাল ইউনুস আরও বলেন, আমরা জানি ২০২৭ সালে আমরা তাদের ওখানে ট্যুর করব। আলোচনা এখনও ওই অবস্থাতেই আছে। খবরটা আমরাও দেখেছি, এর পেছনে কারণ হিসেবে মনে হয়েছে— তাদের ১৫০ বছরের একটা সেলিব্রেশন আছে টেস্টে। হয়তো সেটার সঙ্গে এই সিরিজও তারা এডজাস্ট করতে চায়, যেটাই হোক আমরা চাইব সঠিক সময়ে উপযুক্ত ভেন্যুতে যেন খেলতে পারি।

/আরআইএম

Scroll to Top