ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ ভোট দিয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ। আর ভোটদান থেকে বিরত ছিল ২৩টি দেশ। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
যদিও সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাবটি মানা বাধ্যতামূলক নয়, তারপরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসেবে কাজ করে থাকে।
এইদিকে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও গাজার দক্ষিণ খান ইউনিসে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। মিশরীয় সীমান্তের কাছে রাফাতেও হামলা চালাচ্ছে দেশটি। উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক। এর আগেও অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব তোলা হয়। যেখানে প্রস্তাবটির পক্ষে ১২১টি দেশ, বিপক্ষে ১৪ টি এবং ৪৪টি দেশ ভোটদানে বিরত ছিল।