একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যাঁতাকলে দেশবাসী: সিপিবি | চ্যানেল আই অনলাইন

একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যাঁতাকলে দেশবাসী: সিপিবি | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

৯ ও ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র দু’দিনব্যাপি কেন্দ্রীয় কমিটির সভা শেষ হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়েছে, দেশে আজ একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যাঁতাকলে দেশবাসী। এই অবস্থা বহাল রেখে কোন সংগ্রামকে অগ্রসর করা, বিজয় অর্জন করা যাবে না। এ অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করতে নতুন ধারার সংগ্রামের সূচনা করতে হবে।

সভায় সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার , প্রহসনের, ‘ডামি’ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধার, দুর্নীতি-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুরসহ সবার কাজের নিশ্চয়তা, বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধসহ দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট দূর করার দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়।

BkashBkash

সভায় বক্তারা বলেন, দেশবাসীর কাছে বিকল্প তুলে ধরে গণতন্ত্রহীনতা, পুঁজিবাদী লুটপাটতন্ত্র, সম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়তার সাথে বহুমুখী ধারায় সংগ্রাম করতে হবে। বর্তমান কর্তৃত্ববাদী শাসনের অবসান ছাড়া ন্যূনতম গণতন্ত্রের ধারাকে অগ্রসর করা সহজতর হবে না।

চলমান দুঃশাসনের অবসান, মানুষের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের জীবন জীবিকার সংগ্রামকে অগ্রসর করতে রাজপথের আন্দোলন জোরদার করতে হবে। দেশবাসীর সামনে সর্বত্র আমাদের বিকল্প নির্দেশনা তুলে ধরতে হবে। এই সংগ্রামে সকল কমরেডকে যুক্ত করতে পরিকল্পিত ভূমিকা গ্রহণ করে মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ার সংগ্রামকে অগ্রসর করতে হবে।

Reneta JuneReneta June

সভায় বলা হয়, বাংলাদেশের চলমান সংকট একদিনে হয়নি। পালাক্রমে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী এই অবস্থা সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান ক্ষমতাসীন সরকার শুধুমাত্র দলতন্ত্র নয়, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, লুটপাটতন্ত্রের বিস্তার করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। পুঁজিবাদী লুটপাটতন্ত্র দেশকে আজ অবাধ লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছে।

সভায় বলা হয়, বর্তমান সংকট মোকাবেলায় শ্রেণি আন্দোলন, গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রাজনৈতিক সংগ্রাম অগ্রসর করতে কেন্দ্র থেকে শাখা পর্যন্ত ভূমিকা পালন করতে হবে। এটা মনে রাখতে হবে যে, জনগণের শক্তির উপর নির্ভর করে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।

সভায় বলা হয়, দেশে শ্রমজীবী মানুষের আয় বাড়েনি, বেকারত্ব বাড়ছে, তরুণদের বিরাট অংশ মানসম্মত কাজ না পেয়ে ছদ্ম বেকারত্বের জীবন যাপন করছে। শিক্ষা, চিকিৎসাসহ সমাজের অন্যান্য সংকট থেকেই যাচ্ছে। নারী-শিশু নির্যাতন, আত্মহত্যা, খুন-ধর্ষণের পরিমাণ বেড়েই চলছে। সামাজিক নৈরাজ্যও বাড়ছে। মূল্যবৃদ্ধি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের প্রকৃত আয় বাড়েনি বরং কমে গেছে। উৎপাদক কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, ক্ষেতমজুরের ১২ মাস কাজ নেই অথচ মধ্যসত্বভোগী, চাঁদাবাজ, কমিশনভোগী, সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেট মোটা হচ্ছে। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ হয়নি। গার্মেন্টস, চা শ্রমিকদের যে মজুরি নির্ধারণ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এরপরও এটা পরিশোধে নানা তালবাহানা করা হচ্ছে। এ জন্য সরকারের কাছ থেকে মালিকপক্ষ নানা সুবিধা নিচ্ছে। গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন পর্যন্ত ব্যাহত হচ্ছে। এর বিরুদ্ধে দাবি আদায়ে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান পরিস্থিতি ও করণীয় এবং নির্বাচন পর্যালোচনা উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংগঠনিক রিপোর্ট ও পরিকল্পনা উত্থাপন করেন সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপিকা এ. এন. রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা, পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজাসহ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় যথাসময়ে প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা, আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত, ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরীর ধারা ফিরিয়ে আনা, ৬ মার্চ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা-উপজেলা, শাখায় দলীয় পতাকা উত্তোলন, লাল পতাকার র‌্যালি, আলোচনা সভা, স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং অঞ্চল/বিভাগীয় সমাবেশ ও জাতীয় সমাবেশে প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের জেলা-উপজেলা সফরসহ কতক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বর্তমান একদলীয় কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের অবসানে বাম গণতান্ত্রিক জোটসহ অন্যান্য প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে, দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও রাজনীতিতে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে বহুমুখী ধারায় কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

Scroll to Top