ক্ষমতায় গেলে মার্কিনিদের বন্দুক রাখতে দেবেন ট্রাম্প

ক্ষমতায় গেলে মার্কিনিদের বন্দুক রাখতে দেবেন ট্রাম্প

পেনসিলভানিয়ার রাজধানী হ্যারিসবার্গ গ্রেট আমেরিকান আউটডোর শোতে এক ভাষণে ট্রাম্প বলেন, বন্দুকমালিক ও প্রস্তুতকারকদের ওপর বাইডেনের নেওয়া প্রতিটি ‘নেতিবাচক’ পদক্ষেপ বাতিল করা হবে। সেটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই, সম্ভবত প্রথম দিনই হতে পারে।

ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রক্ষণশীল ব্যক্তি, যাঁরা অস্ত্র কারখানার মালিক। তিনি প্রতিনিয়ত তাঁদের ব্যাপক সমর্থন জুগিয়ে কথা বলে যাচ্ছেন। শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আবার নির্বাচিত হলে ‘কেউ আপনার অস্ত্রে আঙুলও দিতে পারবে না’। পাশাপাশি তাঁর মেয়াদে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বন্দুকের ওপর বিধিনিষেধ বাস্তবায়নের তাঁর ওপর যে চাপ ছিল, সেটিকে তিনি যেভাবে সামাল দিয়েছেন, তা নিয়েও বড়াই করেছেন।

Scroll to Top