একটি ফোন নাম্বার ৮৮ কোটি টাকা | চ্যানেল আই অনলাইন

একটি ফোন নাম্বার ৮৮ কোটি টাকা | চ্যানেল আই অনলাইন

একটি ফোন নাম্বারের দাম আর কতই বা হতে পারে। ৫০০ টাকা, ১০০০ টাকা বা বড়জোর ৫০ হাজার টাকা। তবে কখনও কী শুনেছেন যে, একটি নাম্বার এক নয়, দুই নয় বরং ৮৮ কোটি টাকায় বিক্রি হয়েছে? অবিশ্বাস্য শোনালেও সৌদি আরবে এই মূল্যে বিক্রি হয়েছে একটি ফোন নাম্বার।

গালফ নিউজ জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের একটি টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থা এসটিসি’র নিলামে ৩০ মিলিয়ন সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ৮৮ কোটি টাকার বিনিময়ে একটি প্রিমিয়াম ফোন নাম্বার বিক্রি হয়েছে। ফোন নাম্বারটি হল ০৫০০০০৫৩৮৬। যদিও নাম্বারটির বিশেষত্ব নিয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

BkashBkash

বিষয়টি অনলাইনে প্রকাশ হবার পরপরই আলোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। এত দাম দিয়ে নম্বরটি কেনার কারণ বের করতে চাইছেন অনেকেই। সামাজিক মাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী বলেছেন, নাম্বারটির শেষ চারটি সংখ্যাতে সৌভাগ্য বা মানসিক শান্তিসহ আধ্যাত্মিক কিছু বিষয় রয়েছে। অন্য এক ব্যবহারকারী বলেছেন, নাম্বারটি দিয়ে সম্ভবত একাধিক সিম কার্ড ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে। আরেকজন বলেছেন, এত দাম দিয়ে যে কেউ তার নিজস্ব টেলিকম কোম্পানি স্থাপন করতে পারেন।

বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলেও এসটিসি কর্তৃপক্ষ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এবং কে এই নাম্বারটি কিনেছেন তাও জানা যায়নি।

Scroll to Top