গৃহযুদ্ধে কি সব হারাতে যাচ্ছে জান্তা সরকার

গৃহযুদ্ধে কি সব হারাতে যাচ্ছে জান্তা সরকার

মিয়ানমারের এই অস্থিরতা আচমকা কোনো ঘটনা নয়। এখানকার বাস্তবতার সঙ্গে ইতিহাসের গভীর সম্পর্ক আছে।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করার পর দেশটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের গৃহযুদ্ধ দেখেছে। সীমিত পরিসরের গণতন্ত্রের নিরীক্ষা চলাকালে মিয়ানমারের কেন্দ্রীয় সরকার এবং জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর (এথনিক আর্মড অর্গানাইজেশনস, সংক্ষেপে যাকে বলা হয় ‘ইএও’) মধ্যে ছোটখাটো সংঘাত বাধত।

১৯৬২ সালে সামরিক অভ্যুত্থানের পর সেখানে আরও বেশি সংখ্যক ইএওর উত্থান হয় এবং সরকারের সামনে চ্যালেঞ্জ বেড়ে যায়।

২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে জান্তা এবং জান্তাবিরোধীদের মধ্যে মিলমিশের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দেখা গিয়েছিল।

কিন্তু ২০২১ সালে তাতমাদো জান্তা সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে দেশটিকে আবার অস্থিতিশীলতায় নিমজ্জিত করে। ২০২৩ সালের শরতে জান্তাবিরোধী শক্তিগুলো এক হয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করে।

Scroll to Top