ঢাকা, ১২ ডিসেম্বর – বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক গণফোরামের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ মিশন প্রতিনিধি দল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানের হোটেল আমারিতে এই বৈঠক হয়েছে বলে দাবি গণফোরামের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। তিনি এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান ও নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড ওয়ার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার ম্যাথুস মিশনের প্রতিনিধিত্ব করেন।
গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বৈঠকে সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী। নির্বাচনের সময় আমাদের দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ সরকার বিগত দুটি জাতীয় নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচন এবং ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচন করেছে। পুনরায় জনগণের ভোটাধিকার হরণ করতে জনগণ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ব্যতীত পাতানো নির্বাচন করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে।
ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের জনগণ এই পাতানো নির্বাচন বয়কট করেছে। জনগণের দাবিকে সমর্থন জানিয়ে গণফোরাম শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করছে না। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে গণফোরাম।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৩