সংসদ সদস্য জাহিরের ঘরে ২৩৯ ভরি সোনা, ১০ বছরে স্ত্রীর আয় বেড়েছে ২৫ গুণ

সংসদ সদস্য জাহিরের ঘরে ২৩৯ ভরি সোনা, ১০ বছরে স্ত্রীর আয় বেড়েছে ২৫ গুণ

অস্থাবর সম্পদের মধ্যে পাঁচ বছর আগের মতো জাহিরের ১ কোটি ৩৯ লাখ ৬২ হাজার টাকা দামের দুটি জিপ গাড়ি এবং স্ত্রীর ৪০ লাখ টাকা দামের একটি জিপ গাড়ি আছে। ২০১৮ সালে জাহিরের ইলেকট্রনিকসামগ্রী ছিল না। এবার তিনি ২৫ লাখ ২০ হাজার টাকার ইলেকট্রনিকসামগ্রী দেখিয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালে সংসদ সদস্যের ২৫ হাজার টাকার আসবাব ছিল। এবার তাঁর আসবাব আছে ২৫ লাখ ২৫ হাজার টাকার।

এবার হলফনামায় স্ত্রী ও ছেলের অস্থাবর সম্পদের মধ্যে সঞ্চয়পত্র, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার তথ্য উল্লেখ করেননি আবু জাহির। যদিও বার্ষিক আয়ের ক্ষেত্রে এই খাত থেকে তাঁদের আয় দেখানো হয়েছে। এবারের হলফনামায় জাহির উল্লেখ করেছেন, তাঁর স্ত্রীর ৮৩ লাখ ৬৫ হাজার টাকার অস্থাবর সম্পদ আছে। ২০১৮ সালে তা ছিল ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ২৪২ টাকার।

Scroll to Top