পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন দেশটির বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের রাজনৈতিক কার্যালয়ে ২টি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ ৭ ফেব্রুয়ারি বুধবার নির্বাচনের ঠিক আগের দিন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ২ জন প্রার্থীর কার্যালয়ের বাইরে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

BkashBkash

এর মধ্যে আসফান্দ ইয়ার খান কাকর বেলুচিস্তানের  পিশিনের পিপি-৪৭ আসনের স্বতন্ত্র প্রার্থী। তবে বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না তিনি। তাই, প্রাণ রক্ষা পেয়েছে তার।

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

Reneta JuneReneta June

পাকিস্তান বৃহস্পতিবার জাতীয় ও প্রাদেশিক পরিষদের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষিত নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

Scroll to Top