মালয়েশিয়ার সাবাহ রাজ্যে এক ব্যক্তি বাড়িতে মদ খাওয়ার সময় তার স্ত্রীর সাথে তর্কাতর্কি শুরু হয়। এর জেরে স্বামী তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় মৃত্যুবরণ করেন ৪১ বছর বয়সী ওই নারী।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় অ্যালকোহলযুক্ত পানীয় ট্যাপাই পান করার সময় ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। তবে ঝগড়ার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তর্ক চলাকালীন সময় ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীকে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেন। এরপর ওই ব্যক্তি স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় দম্পতির ১৬ বছর বয়সী মেয়ে মায়ের শরীরে আগুন নেভানোর চেষ্টা করছিল।
পরে মেয়েটির চাচা এসে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নিয়ে যান। ঘটনার ১৬ ঘণ্টা পরে কেনিংগাউ জেলা হাসপাতালে মারা যান ওই নারী।
কেনিংগাউ জেলা পুলিশের প্রধান ইয়াম্পিল আনাক গারাই বলেছেন, রোববার দুপুর ১ টা ৪১ মিনিটে কেনিংগাউ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে। এদিকে হত্যার অভিযোগে ওই নারীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রধান বলেন, অধিকতর তদন্তের জন্য তাকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।