মশাল মেন্টাল হেলথের চতুর্থ বার্ষিকী উদ্‌যাপন

মশাল মেন্টাল হেলথের চতুর্থ বার্ষিকী উদ্‌যাপন

রুমানা দৌলা আরও বলেন, তাঁর পরিবারের সদস্যরাও সব সময় সমর্থন করেছেন বলেই অনেক প্রতিকূলতা অতিক্রম করা সহজ হয়েছে। এ সময় তিনি তাঁর ফুফু প্রয়াত বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মশাল মেন্টাল হেলথের প্রতিষ্ঠাতা মারিয়া চৌধুরী মুমু। তিনি নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘জীবনে পরাজয়ের ঘটনাগুলোই আমাদের শক্ত করে দাঁড় করায়। তাই অভিজ্ঞতার মূল্য অনেক।’

সামিয়া মাহবুব আহমেদের কণ্ঠে শাস্ত্রীয় রাগের সুরে সুরে শেষ হয় এ আয়োজন। এর আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, মশাল মেন্টাল হেলথ অর্গানাইজেশনের সাপোর্ট গ্রুপ এবং নতুন একটি ফেসবুক কমিউনিটি ‘মশাল ওয়েলনেস হাবের’।

Scroll to Top