স্বতন্ত্র সংসদ সদস্যদের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রণ

স্বতন্ত্র সংসদ সদস্যদের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বর্ধিত সভায় সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন এবং দলের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে দলীয় প্রধান শেখ হাসিনা দিকনির্দেশনা দিতে পারেন।

আওয়ামী লীগের এই বর্ধিত সভার বিশেষ দিক হচ্ছে এতে দলের স্বতন্ত্র সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের ৫৮ জন নেতা ও সমর্থক দলীয় প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এসব আসনের অনেকগুলোতে ভোটের পরও সংঘাত-সহিংসতা হয়েছে। মূলত তাঁদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্যই দলীয় সংসদ সদস্যদের পাশাপাশি স্বতন্ত্র সদস্যদেরও বৈঠকে ডাকা হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন থেকে পরবর্তী ১০ দিনে সংঘাতে নোয়াখালী, মাদারীপুর, নেত্রকোনা ও ঝিনাইদহে চারজন নিহত হন। আহত হন আরও কয়েক শ মানুষ। এসব ঘটনায় আক্রমণকারী, আক্রমণের শিকার এবং আহত-নিহতের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক। তাঁরা নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর হয়ে সংঘাতে জড়িয়েছেন।

Scroll to Top