সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন ঘাটিতে ড্রোন হামলা, ৬ কুর্দি সেনা নিহত | চ্যানেল আই অনলাইন

সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন ঘাটিতে ড্রোন হামলা, ৬ কুর্দি সেনা নিহত | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনা মোতায়েন থাকা একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। তবে এই মার্কিন সেনাদের হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ওই ঘাঁটিতে কুর্দি যোদ্ধাদের কমান্ডো ইউনিটকে প্রশিক্ষণ দিতেন মার্কিন সেনারা।

বিবিসি জানিয়েছে, গতকাল (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সোমবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর প্রদেশে  অবস্থিত আল-ওমর সেনাঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

BkashBkash

এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর একটি ভিডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী। ইরাকের এই গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত। গত রোববার রাতে ওই ঘাঁটিতে হামলা করেছে বলে জানায় তারা।

Scroll to Top