নির্বাচন কমিশনের (ইসি) প্রতিটি কার্যক্রমে প্রমাণিত হচ্ছে, কমিশন নিরপেক্ষ নয়—এই অভিমত দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, তাঁরা আগেই বলেছিলেন, এই নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তারা এখন সরকারের সরাসরি হুকুমে কাজ করছে। তাদের এ সাজানো নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুপুর ১২টার দিকে পুরানা পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা–কর্মীরা। মিছিলটি দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট সড়ক দিয়ে বিজয়নগর হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
পল্টন মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নৌকা প্রতীক নিয়েও সরকারি দলের প্রার্থীরা নিশ্চিত হতে পারছেন না। এখন মনোনীত নৌকা, জোটের নৌকা, বিদ্রোহী নৌকা, স্বতন্ত্র নৌকা—এমন অনেক রকম নৌকা দেখা যাচ্ছে।