যমুনা ফিউচার পার্কে ‘বিজয় উল্লাস’ কনসার্ট শুক্রবার

যমুনা ফিউচার পার্কে ‘বিজয় উল্লাস’ কনসার্ট শুক্রবার

বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ তান-রাত ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় উল্লাস’ কনসার্ট। আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং এরিয়াতে এই কনসার্ট আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, ওইদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। সমাপনী হবে প্রতীকী মোমবাতি প্রজ্বলন করার (মোবাইল ফ্ল্যাশিং) মধ্য দিয়ে।

কনসার্টে পারফর্ম করবে দেশসেরা ব্যান্ড ও সংগীত শিল্পীরা। এদের মধ্যে রয়েছে ওয়ারফেজ, আর্টসেল, মেঘদল, এভয়েড রাফা, অ্যাশেজ, প্রীতম হাসান। আরও রয়েছে ওয়ার সাইট, আফটার দ্য এক্লিপ্স, ঐন্দ্রজালিক, নিভানিয়া, অলেখা ও ব্যান্ড হাব।

কনসার্টের টিকিট মূল্য ৫০০ টাকা। তবে প্রথম ২ হাজার দর্শকের জন্য থাকছে ডিসকাউন্টের সুবিধা। তারা ৩০০ টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন। ভিআইপি টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। প্রথম ৫শ’ জন ডিসকাউন্ট সুবিধা নিয়ে কিনতে পারবেন ৮০০ টাকা দিয়ে।

টিকিট কেনা যাবে এখান থেকে

উল্লেখ্য, তান-রাত ইনস্টিটিউট যুব ক্ষমতায়নের জন্য কাজ করে থাকে। তৃতীয়বারের মতো এই অনুষ্ঠান আয়োজন করছে তারা। প্রায় ১০ হাজার লোকের সমাবেশের লক্ষ্য নিয়ে তাদের এই আয়োজন।

এনকে/এএম

Scroll to Top