জিএম কাদের ‘ক্যু’ করে নেতৃত্ব নিয়েছে: রওশন এরশাদ | চ্যানেল আই অনলাইন

জিএম কাদের ‘ক্যু’ করে নেতৃত্ব নিয়েছে: রওশন এরশাদ | চ্যানেল আই অনলাইন

জিএম কাদেরকে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতে আওয়ামী লীগকে অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন: জিএম কাদের দলের মধ্যে ‘ক্যু’ করে জাতীয় পার্টির নেতৃত্ব গ্রহণ করেছে। পাশপাশি দেশবাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি অনুরোধ করেন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে রওশনপন্থীরা প্রশ্ন রাখেন, যেখানে রওশন এরশাদ, তার ছেলে, দলের মহাসচিব মনোনয়ন বঞ্চিত হন, সেখানে জাতীয় পার্টি কাদেরকে নিয়ে নির্বাচন করছে।

Bkash

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টি। এক দিকে রওশনপন্থী অপরদিকে জি এম কাদের পন্থী জাতীয় পার্টি, অবশ্য কাদেরপন্থী জাতীয় পার্টি নির্বাচনে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। এমন প্রেক্ষাপটে বেশ কিছু অভিযোগ নিয়ে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন রওশন এরশাদ, মশিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির চার নেতা। দীর্ঘ দুই ঘণ্টা তারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

বৈঠক শেষে গণভবনের গেটে মশিউর রহমান বলেন: নির্বাচন নিয়ে জি এম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয়, সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

Reneta JuneReneta June

তিনি আরও বলেন: দলের আড়াইশ থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয়, সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এসময় রওশনপন্থী নেতারা অভিযোগ করেন, জিএম কাদেরের নেতৃত্বে একাংশ জাতীয় পার্টিকে ভাঙতে চাইছে। জানা গেছে, নির্বাচনী আসন নিয়ে আগামীকাল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারে জাতীয় পার্টির অন্য অংশ।

Scroll to Top