ছুটির দিনে লাখো পর্যটকে মুখরিত কুয়াকাটায় সমুদ্র সৈকত

ছুটির দিনে লাখো পর্যটকে মুখরিত কুয়াকাটায় সমুদ্র সৈকত

সাপ্তাহিক ছুটি কাটাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় করেছে লাখ লাখ পর্যটক। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল থেকেই পর্যটন নগরী কুয়াকাটায় ভীড় বাড়তে শুরু করে। তাই পর্যটকদের আগমনে সরগরম হয়ে উঠেছে কুয়াকাটা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল থেকে আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন।

কেউ সৈকতের পাশে বিচ চেয়ারে বসে শান্ত সমুদ্রের বিশালতা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ পর্যটন স্পটগুলো।

ঢাকা থেকে আগত সালাউদ্দিন মোরশেদ বলেন, সারাদিন কাজ করতে হয়। কাজ করতে করতে বিরক্ত চলে আসে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে একঘেয়েমি ও নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে কুয়াকাটা ভ্রমণে এসেছি।

তিনি অভিযোগ করে বলেন, এখানে আসার পরে খাবার হোটেলের খাবারের মানের চেয়ে দাম বেশি মনে হয়েছে।

ঝিনুক ব্যবসায়ী সুমন খলিফা বলেন, লাখো পর্যটকের আগমন ঘটছে কুয়াকাটায়। পর্যটক আসলে আমাদের কাছে ঈদের দিন মনে হয়। পর্যটকের আগমনের ফলে বিক্রি বেড়েছে পর্যটন সংম্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

কুয়াকাটা হোটেল হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটাতে প্রায় ২০০ আবাসিক হোটেল রয়েছে,আজকে সাপ্তাহিক ছুটি উপলক্ষে আমাদের হোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে, কুয়াকাটার বাইরে ও ৫ থেকে ১০ কিলোমিটার দূরের হোটেলগুলোও বুকিং হয়ে গেছে। এটা পর্যটন ব্যবসায়ীদের জন্য খুশির বিষয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের টিম সর্বদাই কাজ করে পর্যটকদের নিরাপত্তার জন্য। আমরা সর্বদা প্রস্তুত তাদের জানমাল রক্ষায়।

Scroll to Top