হিসাবরক্ষণ পরিষেবা প্রতিষ্ঠান ডেলয়েট বলছে, এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি দল মাত্র ১০ কোটি পাউন্ডের খেলোয়াড় কিনেছে, যা গত বছরের এ সময়ে ছিল ৮১ কোটি ৫০ লাখ পাউন্ড। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রিমিয়ার লিগে খরচ কমেছে ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড।
কোভিড মৌসুম বাদ দিলে ২০১১–১২ সালের পর আর কখনোই এত কম খরচ করেনি প্রিমিয়ার লিগ। এক যুগের আগের ওই সময়ে সব কটি দল মিলে কিনেছিল ৬ কোটি পাউন্ডের খেলোয়াড়।