যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে চার ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ফিলিস্তিনিদের ওপর হামলা করলে বা ভয় দেখালে কিংবা তাদের সম্পত্তি দখল করলে তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপের আদেশ হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে নিষেধাজ্ঞাগুলো এই চার ব্যক্তির ওপর প্রভাব ফেলবে।
মার্কিন নিষেধাজ্ঞার ফলে ওই চার ইসরায়েলি নাগরিকের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং মার্কিন নাগরিকরাও তাদের সঙ্গে লেনদেন করতে পারবেন না। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন: ডেভিড চাই চাসদাই, আইনান তানজিল, শালম জিকারম্যান ও ওয়াইনন লেভি।
কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক পর্যায়ের নিষেধাজ্ঞা দেওয়া চার ব্যক্তি গাজায় সরাসরি সহিংসতা করেছেন। তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার জন্য বারবার ভয় দেখানো, সম্পত্তি ধ্বংসের সাথে জড়িত। এদের মধ্যে একজন ব্যক্তি দাঙ্গার সূচনা করেছিলেন যার ফলে হুওয়ারা শহরে একজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল। অন্য একজন লোকদের পাথর দিয়ে আক্রমণ করেছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।