‘যিনি লম্বাচওড়া, তিনি তো হেভিওয়েট হতেই পারেন’

‘যিনি লম্বাচওড়া, তিনি তো হেভিওয়েট হতেই পারেন’

আপনার ওখানে তো হেভিওয়েট প্রার্থী আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান বলেন, ‘কে হেভিওয়েট, কে কম ওয়েটের প্রার্থী, সেটা জানি না। আমি তো ছোটখাটো মানুষ। আমার ওজন কম হতেই পারে। যিনি লম্বাচওড়া, তিনি তো হেভিওয়েট হতেই পারেন। কিন্তু চিন্তা বা বিবেচনার বিষয় হওয়া উচিত পলিটিক্যালি আমি কতটুকু কমিটেড।’

ঝালকাঠি-১ রাজাপুর-কাঁঠালিয়া থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান। এই আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দেওয়া হয়। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন মনিরুজ্জামান।

Scroll to Top