অস্ট্রেলিয়ার এক জেলে ৯ বছেরেরও বেশি সময় আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ হওয়া ‘এমএইচ-৩৭০’ বিমানের টুকরো খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে কর্তৃপক্ষ তা উপেক্ষা করছে বলে জানা গেছে।
বুধবার ২০ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য নিয়ে ৮ মার্চ ২০১৪ সালে উড়োজাহাজটি নিখোঁজ হয়। পরে সর্বোচ্চ অনুসন্ধান করেও এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, নিখোঁজের ছয় মাস পর ওলভার তার জালের সাথে উড়োজাহাজের একটি ডানা অনুভব করেছিলেন, যেটি জাল টেনে নিয়ে যায়। তিনি বলেন, ‘এটি একটি বড় জেট বিমানের রক্তাক্ত ডানা ছিল।’
৭৭ বছর বয়সী ওলভার এতদিন এই বিষয় নিয়ে কথা বলেননি। তবে তিনি চাচ্ছেন উড়োজাহাজের এই বিষয়টি বিশ্ব এখন জানুক। যদিও কর্তৃপক্ষ ওলভারের বলা কথাগুলো মানতে রাজি নয়।
ওলভার বলেন, আমি নিজেকে প্রশ্ন করেছি; আমি এটি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছি। আমি খ্রিস্টের কাছে প্রার্থনা করি, যেন এমন একটি জিনিস আমি কখনো না দেখতে পাই। কিন্তু এটি সত্যিই আমার সাথে ঘটেছে। এটি একটি জেটের ডানা ছিল। ট্রলার থেকে পালানো জালটি ডানার সাথে লেগে অনেক গভীরে চলে যায়। এটি ট্রলারে উঠানোর জন্য অনেক চেষ্টা করি। কিন্তু পানির উপরে ভাসতেই, এটি এতটাই ভারী হয়ে যায় যে জাল ছেঁড়ে নিয়ে যায়।
তিনি বলেন, এটি অবিশ্বাস্য ভারী এবং বিশ্রী ছিল। এটি জালকে প্রসারিত করে এবং ছিঁড়ে ফেলেছিল। ডানাটি ডেকে উঠানো সম্ভব হয়নি, কারণ খুব বড় ছিল। আমি স্পষ্ট দেখেছি এবং বুঝতেও পেরেছি। আমার মনে হয়েছে, এটি একটি বাণিজ্যিক উড়োজাহাজের ডানা কিংবা এর একটি বড় অংশ। সামরিক কিংবা ছোট উড়োজাহাজ নয়, কারণ এটি সাদা এবং অনেক বড় ছিল।
তিনি বলেন, ওই দিন আমাদের অন্তত ২০ হাজার ডলারের জাল কেটে ফেলতে হয়েছিল। কারণ, এই টুকরো এতটাই ভারী এবং বড় ছিল যে জাল কাটতে বাধ্য হয়েছিলাম। এখনো তিনি ওই ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা কর্তৃপক্ষকে স্পষ্ট ধারণা দিতে পারবেন বলেও জানান।