হুয়ান গাম্পার ট্রফি জিতে মৌসুমের শুভ সূচনা করেছিলেন তারা। লা লিগাতেও দারুণভাবেই শুরু করল বার্সেলোনা। ৯ জনের মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে গিয়েই নতুন মৌসুমটা দুর্দান্তভাবেই শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মায়োর্কাড় মাঠে ম্যাচের ৭ মিনিটের মাথায় লিড পায় বার্সা। ইয়ামালের অ্যাসিস্টে লা লিগায় মৌসুমের প্রথম গোলের দেখা পান রাফিনহা।
২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। দুই গোল খেয়ে দিশেহারা মায়োর্কার বিপদ আরো বাড়ে জোড়া লাল কার্ডে। ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোরলানেস ও মুরিকি। ৯ জনের দলে পরিণত হওয়া মায়োর্কা বিরতিতে যায় দুই গোলে পিছিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় বার্সা আক্রমণভাগকে আটকে রেখেছিল মায়োর্কা। ম্যাচের অন্তিম মুহূর্তে বার্সার হয়ে তৃতীয় গোল আসে ইয়ামালের পা থেকে।
শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতালানরা।