৯০ শতাংশ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে চাওয়া সেই প্রার্থীকে শোকজ

৯০ শতাংশ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে চাওয়া সেই প্রার্থীকে শোকজ

নোটিশে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তার রাজবাড়ী কার্যালয়ের স্মারক ও প্রথম আলোর তৃতীয় পাতায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে অনুসন্ধান কমিটি জানতে পারে, রাজবাড়ী–২ আসনের প্রার্থী হিসেবে জিল্লুল হাকিম নিজ নির্বাচনী এলাকার বাইরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন। সভায় তিনি ‘৯০ শতাংশ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে’ মর্মে বক্তব্য দেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ১১(৫) ও ১২ বিধির পরিপন্থী। নির্বাচনের তিন সপ্তাহ আগে এমন বক্তব্য নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচনে ৯০ শতাংশ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে এবং নির্বাচনে ৯০ শতাংশ ভোটারকে ভোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন বা এমন বক্তব্য কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে না, সে ব্যাপারে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ১৯ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হলো।

Scroll to Top