৮৮ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দিল্লিতে, ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদ | চ্যানেল আই অনলাইন

৮৮ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দিল্লিতে, ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদ | চ্যানেল আই অনলাইন

৮৮ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দিল্লিতে, ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একে তো প্রবল বৃষ্টি। তার উপর আবার দিল্লি এয়ারপোর্টে ভয়াবহ বিপত্তি। বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নানা তর্ক-বিতর্ক চলছে। এমন পরিস্থিতিতে বিমানের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে: টার্মিনাল ১-এ ইন্ডিগো বিমানগুলি শুক্রবার টার্মিনাল ২ ও টার্মিনাল ৩ থেকে ছাড়বে। রাত ১১টি পর্যন্ত এই রুটিন মেনে চলা হবে। সেই সঙ্গেই অন্যান্য ফ্লাইট যেগুলি টার্মিনাল ২ ও টার্মিনাল ৩ থেকে ওঠানামা করত সেগুলি একই ভাবে চলাচল করবে। .

আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বলা হয়েছে: বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২২৮ মিমি বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ১৯৩৬ সালের পরে এই প্রথম ২৪ ঘণ্টায় এত বৃষ্টি। যা বিগত ৮৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

বৃষ্টিপাতের বিমানে যাতায়াতকারী যাত্রীদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে: বৃষ্টির কারণে রাস্তায় যানজট হতে পারে। সেকারণে আবহাওয়ার দিকে খেয়াল রাখুন। যাদের বিমান ধরার ব্যাপার রয়েছে তারা দিল্লি মেট্রো ধরতে পারেন বিকল্প হিসাবে।

শুক্রবার সকালে প্রবল বৃষ্টিপাতের মাঝেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরের ছাদে একাংশ ভেঙে যায়। দিল্লির দমকল সার্ভিসকে এরপরে খবর দেওয়া হয়। এদিকে দুর্ঘটনায় ছাদের বিমগুলিও ভেঙে পড়ে। সেই বিমের চাপে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছেন বলে জানা গেছে।

Scroll to Top