৭ টেস্ট খেললেই ৩ কোটি…

৭ টেস্ট খেললেই ৩ কোটি…

ভারতের তরুণ ক্রিকেটাররা আইপিএলকে কেন্দ্র করে টি–টোয়েন্টিতে যতটা মনোযোগী, টেস্ট খেলতে তা একদমই নন—সাম্প্রতিক সময়ে এমন আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটে। ঈশান কিষান, শ্রেয়াস আইয়াররা বোর্ডের নির্দেশনার পরও প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে না খেলায় আলোচনাটি নতুন গতি পায়। উঠে আসে টেস্ট এবং টি–টোয়েন্টি খেলার আর্থিক সুবিধার পার্থক্যও।

জয় শাহ প্রণোদনা ঘোষণার টুইট বার্তায় লিখেছেন, ক্রিকেটারদের আর্থিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে পুরুষ সিনিয়র ক্রিকেট দলের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করা হচ্ছে।

Scroll to Top