আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করেছেন বাংলাদেশের ইফতেখারুল ইসলাম। বয়স ৬৯, এই বয়সে বাংলাদেশের হয়ে কিলিমাঞ্জারো জয় করা প্রথম ব্যক্তি তিনি।
গত ৪ আগস্ট সকাল ৯টায় সফলভাবে পর্বতের চূড়ায় পৌঁছান ইফতেখারুল ইসলাম। রোববার চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে পর্বত জয় অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ইফতেখারুল ইসলাম বলেন, “তানজানিয়া ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ আমাকে কিলিমাঞ্জারো জয় করার স্বীকৃতি হিসেবে একটি সার্টিফিকেট দিয়েছে। এটি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত হলেও, এটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র পর্বত-এর কোনো শাখা নেই। এটাই একে বিশেষ করে তুলেছে।”
তানজানিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কিলিমাঞ্জারোর উচ্চতা ৫,৮৯৫ মিটার (১৯,৩৪০ ফুট)। এটি আফ্রিকার সর্বোচ্চ এবং বিশ্বের সর্বোচ্চ ‘ফ্রি-স্ট্যান্ডিং’ পর্বত, অর্থাৎ এটি কোনো পর্বতশ্রেণির অংশ নয়।

পর্বত আরোহনের এই ব্যতিক্রমী সাফল্যে উচ্ছ্বসিত ইফতেখারুল ইসলাম বলেন, “বয়স কেবল একটা সংখ্যা। মনোবল ও শারীরিক প্রস্তুতি থাকলে কিছুই অসম্ভব নয়।”
তার এই কৃতিত্ব অনুপ্রেরণা জোগাবে দেশের তরুণ ও প্রবীণদের মাঝেও-পর্বতারোহনের মতো কঠিন চ্যালেঞ্জ নিতেও যে বয়স বাধা নয়, তা প্রমাণ করলেন ইফতেখারুল ইসলাম।