৬০৯ দিন পর টি-২০তে সাকিবের ফিফটি

৬০৯ দিন পর টি-২০তে সাকিবের ফিফটি

স্পোর্টস ডেস্ক

তার ফর্ম নিয়ে চলছিল নানা আলোচনা। অনেকে তো তাঁকে টি-২০ ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দিয়েছিলেন। তবে সব সমালোচনার জবাব দিয়ে সাকিব আল হাসান ফিরেছেন চিরচেনা রূপে। ডাচদের বিপক্ষে ৬০৯ দিন পর টি-২০ তে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।

সবশেষ ২০২২ সালের ১৩ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব। সেই ম্যাচে করেছিলেন ৪২ বলে ৬৮ রান। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই বছর। দিনের হিসেবে সেটা ৬০৯ দিন।

দীর্ঘ এই সময়ে একবারও টি-২০ ফরম্যাটে হাফ সেঞ্চুরির মাইলফলক ছুঁতে পারেননি সাকিব। গত কয়েক ইনিংসে বাজে ফর্মের কারণে শুনতে হয়েছিল সমালোচনাও। অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬০৯ দিন পর ফিফটি পেলেন সাকিব। ৯ চারে সাজানো ইনিংসে আজ ৪৬ বলে ৬৪ রান করেছেন সাকিব।

সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়েই ডাচদের ১৬০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

Scroll to Top