শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভালো বোলিংই করেছেন বাংলাদেশি বোলাররা। ওপেনার তানজিদ হাসান তামিম ব্যাটিংও ভালো করেছেন। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা যা করলেন সেটা রীতিমতো লজ্জার! মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ! ম্যাচ জয়ের পথে থাকা বাংলাদেশ এখন হারের অপেক্ষায়।
বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে বোলিং করে শ্রীলংকাকে ২৪৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটে এমন স্কোর জয়ের জন্য ভালো সুযোগই। ব্যাটিংয়ে বাংলাদেশকে দারুণ সূচনাও এনে দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম।
অপর ওপেনার পারভেজ হোসেন ইমন (১৩) ব্যর্থ হলেও তামিম দাপুটে ব্যাটিং করেছেন। তার ব্যাটে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১০০ রান। কিন্তু সেখান থেকেই বাংলাদেশি ব্যাটারদের লজ্জ্বার সূচনা।
এরপর স্কোর কার্ডে আর মাত্র পাঁচ রান যোগ হতেই একে একে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম নিজেও। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ মুহূর্তেই ১০৫/৮ হয়ে পরে!
এমন অকল্পনীয় ব্যাটিংয়ে এখন হারের অপেক্ষায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের স্কোর ১১৮/৮। অভিষিক্ত স্পিনার তানভীর ইসলামকে নিয়ে ব্যাট করছেন জাকের আলী অনিক। ওপেনার তানজিদ হাসান তামিম ৬১ বলে ৯টি চার ১টি ছয়ে ৬২ রান করে আউট হয়েছেন। আর নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ২৩ রান করে।