৫ বছর পর চীনের নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা | চ্যানেল আই অনলাইন

৫ বছর পর চীনের নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘ ৫ বছর পর চীনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা আবারও চালু করতে যাচ্ছে ভারত। আগামীকাল বৃহস্পতিবার ২৪ জুলাই থেকে চীনের নাগরিকরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ২০২০ সালে করোনা মহামারির বিস্তার রোধে সব ধরনের ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছিল ভারত। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের চীনের নাগরিকদের ভিসা প্রদান।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, চীনের নাগরিকরা অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, বেইজিংয়ের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেয়া আবেদনপত্রের পাসপোর্ট ফিরিয়ে নেয়ার অনুরোধ অবশ্যই একটি লিখিত প্রত্যাহারপত্রসহ জমা দিতে হবে।

করোনা মহামারির পাশাপাশি ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত-চীনের মধ্যে ভ্রমণ কার্যক্রম ব্যাহত হয়েছিল। যদিও পরে বেইজিং ধাপে ধাপে ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা চালু করেছিল, সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল।

গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক ১৯৬২ সালের যুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে চলে যায়। তবে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের একাধিক আলোচনার পর পূর্ব লাদাখে সীমান্তের বিভিন্ন উত্তেজনাপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয় দুই পক্ষ।

গত অক্টোবরে ডেপসাং ও দেমচক এলাকায় সেনা মোতায়েন হ্রাসের একটি চুক্তিতে পৌঁছায় ভারত ও চীন। এর কয়েকদিন পর কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বছর শুরুতে দুই দেশ পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেয় এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পাশাপাশি কাইলাশ মানসরোবর যাত্রা পুনরায় চালুর ব্যাপারেও আলোচনা হয়, যা করোনা মহামারির সময় থেকে স্থগিত ছিল।

গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, ভারত-চীন সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে এবং সম্পর্ক স্বাভাবিক করতে আরও কিছু কাজ বাকি রয়েছে।

Scroll to Top