৫ বগি ফেলেই ৪ কিলোমিটার এগিয়ে গেলো জয়ন্তিকা – DesheBideshe

৫ বগি ফেলেই ৪ কিলোমিটার এগিয়ে গেলো জয়ন্তিকা – DesheBideshe

নরসিংদী, ২৯ মে – নরসিংদীর আমিরগঞ্জে যাত্রীভর্তি পাঁচটি বগি ফেলে রেখেই চার কিলোমিটার চলে যায় ঢাকাগামী একটি ট্রেন। বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে ঘটে এ ঘটনা।

রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পেছনের ৫টি বগি ফেলে রেখে অন্তত ৪ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন এবং সঙ্গে থাকা বাকি বগিগুলো। পরে আধাঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে থাকা বগিসহ অর্ধেক ট্রেন ফিরে এসে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

খানাবাড়ি স্টেশন মাস্টার এসএম জসিম উদ্দিন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জের কাছাকাছি এসে পাঁচটি বগি পার্টিং হয়ে বিছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে ট্রেনটি কিছুদূর এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বগিগুলো নিয়ে ঢাকায় চলে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম খন্দকার বলেন, এ ঘটনায় কেউ হতাহতের হয়নি। আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ মে ২০২৪

Scroll to Top