৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) সিসমিক নেটওয়ার্ক জানিয়েছে, ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি অংশে শুক্রবার ২৬ সেপ্টেম্বর ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভূমিকম্প পেশাওয়ার, আটক, চিত্রাল ও আশেপাশের এলাকাতেও অনুভূত হয়েছে। তবে, কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ১৯৫ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল হিন্দুকুশ অঞ্চলে।

অঞ্চলটি সম্প্রতি কয়েক বছর ধরে প্রায়শই ভূমিকম্পে কেঁপে উঠেছে। প্রতিবেশী দেশগুলোর সিসমিক কার্যক্রম রেকর্ডে দেখা যায়, এই অঞ্চলটি ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

Scroll to Top