৪৭ সদস‍্যের ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

৪৭ সদস‍্যের ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সকল অংশকে একত্র করার উদ্দেশ‍্যে সক্রিয় ও প্রাক্তন জাসদের নেতা-কর্মীদের সমন্বয়ে ৪৭ সদস‍্য বিশিষ্ট ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের সদস‍্য সচিব ব‍্যারিস্টার ফারাহ খান ও আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান
এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সকাল ১১ টায় স্বাধীনতার রূপকার ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের রাজনীতি ও আদর্শ সমুন্নত রাখার প্রত্যয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সকল অংশকে একত্র করার উদ্দেশ্যে জাসদের সব অংশের নেতা-কর্মীদের সমন্বয়ে সমন্বয়ে ৪৭ সদস‍্য বিশিষ্ট ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠন করা হয়েছে।

Scroll to Top