৩৭ বছর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশি সাঁতারু মোশাররফ হোসেন। এরপর পেরিয়ে গেছে তিন যুগেরও বেশি। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কীর্তি আর গড়তে পারেননি দেশীয় কোনো সাঁতারু। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে রিলে সাঁতারে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের চার সাঁতারু। এই চ্যানেল পাড়ি দিতে তাদের মোট সময় লেগেছে ১২ ঘন্টা ১০ মিনিট।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস গড়া দুই সাঁতারুই উঠে এসেছেন প্রান্তিক পর্যায় থেকে। সাঁতারু হিমেলের বাড়ি কিশোরগঞ্জ, সাগরের বাড়ি পাবনা।
বাংলাদেশের তিন জন সাঁতারু এর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম এশীয় সাঁতারু বাংলাদেশের ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতার পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তখন।
এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।