মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ দিন পর আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক কিছু পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাসপাতালের দিকে রওনা হন।
দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে থেকে চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এক মাস পর চিকিৎসকদের পরামর্শে গত ৮ ফেব্রুয়ারি বিকেলে আবারও এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ বেশ কিছু জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটিতে রিং পরানো হয়।