২৬৯ রানের মহাকাব্যিক ইনিংসে গিলের যত রেকর্ড

২৬৯ রানের মহাকাব্যিক ইনিংসে গিলের যত রেকর্ড

সেঞ্চুরি পেয়েছিলেন প্রথম দিনেই। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও সব আলো কেড়ে নিলেন তিনিই। ২৬৯ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আর দুর্দান্ত এই ইনিংসেই বেশ কয়েকটি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

১৯৩২ সালে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল ভারত। প্রায় শত বছর পেরিয়ে গেলেও ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি ছুঁতে পারেননি কোনো ভারতীয় অধিনায়ক। অবশেষে সেই খরা কাটালেন গিল। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে সাদা পোশাকে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া; ‘সেনা’ দেশগুলোর মাটিতে টেস্ট ফরম্যাটে উপমহাদেশের কোনো দলের অধিনায়কের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। গিল ছাড়িয়ে গেছেন ২০১১ সালে লর্ডসে করা শ্রীলংকার তিলকারত্নে দিলশানের ১৯৩ রানের রেকর্ডকে।

ইংল্যান্ডেরর মাটিতে ভারতীয় ব্যাটারদের সর্বোচ্চ স্কোরের মালিক এখন গিল। গিল ছাড়িয়ে গেছেন ১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাস্কারের করা ২২১ রানের রেকর্ডকে।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে এতদিন সর্বোচ্চ রান ছিল বিরাট কোহলির। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে কোহলির করা ২৫৪ রানের ইনিংসকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ রানের মালিক এখন গিল।

ভারতীয় অধিনায়কদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান গিল। তার চেয়ে কম বয়সে এই কীর্তি গড়েছেন মনসুর আলি খান পতোউদি। ১৯৬৪ সালে দিল্লিতে ২০৩ রানের ইনিংস খেলার সময় তার বয়স ছিল ২৩ বছর ৩৯ দিন। গিল ডাবল সেঞ্চুরি করেছেন ২৫ বছর ২৯৮ দিনে।

২০০২ সালে সবশেষ ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২৩ বছর পর প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি পেলেন গিল।

টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় অধিনায়ক হলেন গিল। গিলের মতো একটি করে ডাবল সেঞ্চুরি আছে মনসুর আলি খান পতোউদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির। কোহলির ডাবল সেঞ্চুরি আছে ৭টি, যা বিশ্বরেকর্ড।

ইংল্যান্ডের মাটিতে ১১তম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি পেলেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের ব্যাটার ৪ জন, সফরকারী দলের ৭ জন।

Scroll to Top