২৫ নভেম্বরের মথ্যে নাগরিকদের মতামত চেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন | চ্যানেল আই অনলাইন

২৫ নভেম্বরের মথ্যে নাগরিকদের মতামত চেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের মতামত জানতে চেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইন এবং সরাসরি নাগরিকরা তাদের অভিপ্রায় ও অভিমত জানাতে পারবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহের জন্য প্রশ্নমালা প্রণয়ন করা হয়েছে। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি জনমুখী, দক্ষ জবাবদিহিতামূলক ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন দাখিলের জন্য বিগত ১ অক্টোবর ২০২৪ তারিখে আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। কমিশন ইতোমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। এ উদ্দেশ্যে কমিশন কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের অভিপ্রায় ও অভিমত জানার জন্য নিম্নলিখিত প্রশ্নমালার উপর জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

এতে আরও বলা হয়, আপনি নিম্নের সহজ ও সংক্ষিপ্ত প্রশ্নমালার উপর শুধুমাত্র টিক (∙) চিহ্ন দিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন। অনলাইন বা অফলাইনে আপনার সুচিন্তিত মতামত আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে জানাতে পারেন।

GOVT

আপনার মতামত অধিকতর কার্যকর জনপ্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Chokroanimation

Scroll to Top