২৪ ঘণ্টায় ৭ জনের দেহে করোনা শনাক্ত | চ্যানেল আই অনলাইন

২৪ ঘণ্টায় ৭ জনের দেহে করোনা শনাক্ত | চ্যানেল আই অনলাইন

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা থেকে ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জন্য ঢাকা মহানগর এলাকার। তবে এ সময় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২০৩ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৪ জনে।

এর আগে, গতকাল মঙ্গলবার ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এসময় করোনায় এক জনের মৃত্যু হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Scroll to Top