২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার ২১ অক্টোবর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ হাজার ৯১৯ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের পুরুষের সংখ্যা বেশী হলেও মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৬২ জন ঢাকা উত্তর ও ১৩০ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, রংপুরে ২৪ জন, রাজশাহী বিভাগে ৫১ জন ও সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

GOVT

মৃতদের মধ্যে সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই এলাকায় ১০ হাজার ৪৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সর্বোচ্চ ১২৯ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Chokroanimation

Scroll to Top