২০২৭ বিশ্বকাপে গিলকেই অধিনায়ক দেখতে চায় ভারত

২০২৭ বিশ্বকাপে গিলকেই অধিনায়ক দেখতে চায় ভারত

টি-২০ থেকে অবসর নিলেও ওয়ানে ফরম্যাটে এখনো দিব্যি খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই দুই মহারথী খেলবেন কিনা, সে নিয়ে অবশ্য প্রশ্ন উঠছে প্রতিনিয়তই। এসবের মধ্যেই বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ২০২৭ বিশ্বকাপে গিলকেই অধিনায়ক দেখতে চায় বোর্ড!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। তারা দুজন যদি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যান, তাহলে বর্তমান অধিনায়ক রোহিতের কাঁধেই থাকবে নেতৃত্বের ভার, ধারণা করা হচ্ছে এমনটাই।

তবে ইংল্যান্ড সফরের আগে শুভমান গিলকে অধিনায়ক বানিয়েছিল বিসিসিআই। নিজের প্রথম সিরিজেই দুর্দান্ত পারফর্ম করে সিরিজ ড্র করে বাড়ি ফিরছে গিলের দল।

এতেই গিলকে সব ফরম্যাটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে মানতে শুরু করেছেন সবাই। বোর্ডের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, তারাও চান গিলই আগামী ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিক, ‘ ‘এখনও ওয়ানডে বিশ্বকাপের দুই বছর বাকি। কোহলি-রোহিত দুজনই তখন চল্লিশের কাছাকাছি চলে যাবে। তাই আমরা এখন থেকেই পরিকল্পনা করতে চাই। ২০১১ সালের পর কোনো ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি। তাই আমরা তরুণদের প্রাধান্য দেওয়ার কথা ভাবছি।’

তবে গিলের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলেও জানান সেই কর্মকর্তা, ‘রোহিত ও কোহলির খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে। সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা গিলের ওপর কিছু চাপিয়ে দিতে চাই না।’

Scroll to Top