স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৫ ১২:৩৫
জমজমাট এক লড়াইয়ের পর পর্দা নেমেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে ভারত। ১৯ দিনের এই টুর্নামেন্টে ক্রিকেট বিশ্ব দেখেছে বেশ কয়েকটি রেকর্ডও।
দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতল ভারত। টুর্নামেন্টের ইতিহাসে এটাই সবচেয়ে বেশিবার ট্রফি জয়ের রেকর্ড। ভারত ছাড়িয়ে গেছে দুইবার শিরোপা জেতা অস্ট্রেলিয়াকে। এর আগে ২০০২ সালে যৌথভাবে ও ২০১৩ সালে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
এবারের আসরে ব্যাটাররা মেরেছেন ১৪০টি ছক্কা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই এক আসরে সর্বোচ্চ ছক্কা। এবারের আসর ছাড়িয়ে গেছেন ২০১৭ সালে হওয়া ১১৩ ছক্কা রেকর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির এই আসরে সেঞ্চুরি হয়েছে ১৪টি। টুর্নামেন্টের এক আসরে এটাই সর্বোচ্চ। ২০২৫ সাল ছাড়িয়ে গেছে ২০০২ ও ২০১৭ সালে হওয়া ১০ সেঞ্চুরিকে।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এবারে আসরে ভেঙেছে দুইবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ব্যাটার বেন ডাকেট ১৬৫ রান করে ভাঙ্গেন ২০০৪ সালে করা নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের ১৪৫ রানের রেকর্ড। ডাকেটের রেকর্ড গড়ার ৪ দিনের মাঝেই সেটা ভাঙ্গেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
এবারে আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে সেঞ্চুরি পান দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরি। মিলার ভেঙেছেন ভারতের বীরেন্দর শেবাগ ও অস্ট্রেলিয়ার জস ইংলিশের।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের দুটি রেকর্ডই হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে হয়েছে রেকর্ড ৭০৭ রান। সেমিফাইনালে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৪ রান।
এই আসরে বোলাররা ফাইফার পেয়েছেন ৪ বার। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই সর্বোচ্চ। ২০০৪ সালে তিনবার ফাইফার পেয়েছিলেন বোলাররা।
দুবাইয়ের ফাইনালে টসে হেরেছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডেতে টসে হেরে লজ্জার রেকর্ড গড়েছেন রোহিত। তিনি ছুঁয়েছেন ব্রায়ান লারার রেকর্ড। টানা ১৫ ম্যাচে টসে হেরে সবচেয়ে বেশিবার টসে হারার রেকর্ড গড়েছে ভারতও।
সারাবাংলা/এফএম