১৯ ডায়ালাইসিস যন্ত্রের ১৭টিই নষ্ট, অনিশ্চয়তা

১৯ ডায়ালাইসিস যন্ত্রের ১৭টিই নষ্ট, অনিশ্চয়তা

শহরের পলাশপোল এলাকার আয়েশা খাতুন (৩৩) বলেন, তাঁর দুটি কিডনিতেই সমস্যা। পাঁচ বছর ধরে ডায়ালাইসিস করে বেঁচে আছেন। সপ্তাহে মেডিকেলে দুবার ও বাইরে থেকে একবার ডায়ালাইসিস করাতে হয়। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এমন অবস্থায় তিনবার বাইরে ডায়ালাইসিস কীভাবে করাবেন, বুঝে উঠতে পারছেন না।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী প্রথম আলোকে বলেন, এক বছর আগে তিনি যোগদান করেন। তার আগেই কয়েকটি যন্ত্র নষ্ট ছিল। গত বছরের ৭ মার্চ ও ১১ সেপ্টেম্বর দুইবার তিনি যন্ত্র মেরামতের তাগিদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছেন। ইতিমধ্যে তাঁদের পক্ষ থেকে দরপত্র করে ৩ মার্চ ঢাকার পুরানা পল্টন এলাকার একটি প্রতিষ্ঠানকে ১২টি ও ২০২৩ সালের ১৪ ডিসেম্বর আরেকটি প্রতিষ্ঠানকে ৩টি যন্ত্র মেরামতের কার্যাদেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান কারিগরি ব্যবস্থাপক জয়ন্ত কুমার মুখোপাধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ডায়ালাইসিসের যন্ত্রাংশ সুইজারল্যান্ড থেকে আনতে দুই-তিন মাস লেগে যায়। সাতক্ষীরার বিষয়টি জানার পর দ্রুত পাঁচ-সাতটি যন্ত্র মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে কয়েকটি যন্ত্র চালু হয়ে যাবে।

Scroll to Top