১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু | চ্যানেল আই অনলাইন

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু | চ্যানেল আই অনলাইন

প্রস্তাবিত ভোলা-বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেতু নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রক পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভা শেষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেন, এই সেতুটি নির্মাণ হলে এ অঞ্চলের অনেকগুলো সমস্যার সমাধান হবে।

সেতু পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সেতুটির দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার সেতুটি বহুমুখী সেতুতে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব নিয়েছি সেতুটির সম্ভাব্য ব্যয় ১৭ হাজার কোটি টাকা।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান। সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

বক্তারা সভায় বরিশাল-ভোলা সড়কে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, সেতুটি নির্মিত হলে বরিশাল ও ভোলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

সভা চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করা ছাত্রজনতাসহ সাধারণ মানুষ সেতুর দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

Scroll to Top