রাজনীতির পাশাপাশি মিডিয়াতেও নাকভির প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএএনে প্রশিক্ষণ নিয়েছেন ৪৫ বছর বয়সী নাকভি। পাকিস্তানের সংবাদভিত্তিক টিভি চ্যানেল ২৪ ডিজিটাল তাঁরই মালিকানাধীন।
২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর থেকে নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছিল পিসিবি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে রমিজকে পিসিবির শীর্ষ পদে বসিয়েছিলেন। ইমরানের প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পর তাঁর অনুসারী রমিজকেও সরে যেতে হয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ পদ ছাড়তে বাধ্য হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আসেন নাজাম শেঠি।
গত বছরের ২১ জুন শেঠির নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়। এর এক দিন আগে শেঠি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পরবর্তী বোর্ড চেয়ারম্যান হওয়ার দৌড়ে থাকার ইচ্ছা নেই তাঁর। এরপর দায়িত্বে আসেন জাকা আশরাফ। পাকিস্তান সরকার পিসিবির চেয়ারম্যান পদে নির্বাচন আয়োজনের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত আশরাফকে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।