১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আবেদন

১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আবেদন

ইয়ামিনের মৃত্যু, শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ

সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৭৮ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। নিহত ইয়ামিনের মামা অভিযোগটি দাখিল করেন।

ওই অভিযোগটি রোববার বিকেলে জমা পড়ে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ জুলাই সাভারে এপিসি থেকে গুলি করে একটি ছেলেকে অর্ধমৃত অবস্থায় ফেলে দেওয়া হয়। তিনিই এমআইএসটির ছাত্র ইয়ামিন।

Scroll to Top