১৫ বছরের ফিলিস্তিনি শিশুর ১৮ বছরের কারাদণ্ড! – DesheBideshe

১৫ বছরের ফিলিস্তিনি শিশুর ১৮ বছরের কারাদণ্ড! – DesheBideshe


১৫ বছরের ফিলিস্তিনি শিশুর ১৮ বছরের কারাদণ্ড! – DesheBideshe

জেরুজালেম, ১৭ ফেব্রুয়ারি – ফিলিস্তিনি এক শিশুর ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল।অবরুদ্ধ পশ্চিম তীরে হামলায় জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইসরায়েলি পুলিশ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বাসেল জালবানি নামে ওই ফিলিস্তিনির বয়স ১৫। জেরুজালেম জেলা আদালততাকে ৩০ হাজার শেকেল জরিমানাও করেছে বলে জানিয়েছে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি।

সংগঠনটি জানায়, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি জালবানির পারিবারিক বাড়ি গুড়িয়ে দেয় ইসরায়েল। তখন ১৩ বছরের শিশু জালবানি ইসরায়েলি সেনাবাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দী তথ্যকেন্দ্রের হিসেব অনুযায়ী, ২০২৩ সালে শুফাত ক্যাম্পে একটি চেকপয়েন্ট ইসরায়েলি সেনা হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে জালবানির বিরুদ্ধে। ইসারায়েলি কারাগারে অন্তত ১৪ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে। তাদের ম্যেধ ১১১৫ জনই শিশু।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top