নির্বাচনের ফল ঘোষণার আগেই সুখবর পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাঘাঁটিতে হামলা চালানো সংক্রান্ত ১২টি মামলায় জামিন পেলেন তিনি। একই মামলায় জামিন পেয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ (১০ ফেব্রুয়ারি) শনিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত বিচারক মালিক ইজাজ আসিফ মামলার শুনানি শেষে এই রায় দিয়েছেন। গত বছরের মে মাসে পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরে এবং সেনা মিউজিয়ামে হামলা সংক্রান্ত মামলাতেই জামিন পেয়েছেন ইমরান।
গত বছরের মে মাসে ইমরান খানকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে পাকিস্তানের প্যারামিলিটারি রেঞ্জার্স। এই ঘটনাকে কেন্দ্র করেই রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরসহ প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে হামলা ও ভাঙচুর চালায় তার সমর্থকরা। লাহোরের কর্পস কম্যান্ডারের বাড়ি, শাদমান পুলিশ স্টেশনেও হামলা হয়। শতাধিক পিটিআই কর্মী-সমর্থককে গ্রেপ্তারও করা হয়। ওই মামলাতেই অভিযুক্ত ছিলেন ইমরান খান।
সেনা ঘাঁটিতে হামলা সংক্রান্ত মামলাগুলোয় ইমরান খান ও কুরেশিকে অভিযুক্ত করা হয় ৬ ফেব্রুয়ারি। আজ তাদের আদালতে হাজির করা হয়। রায়ে বিচারক বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তার করে রাখার যৌক্তিকতা নেই। কারণ, মামলার অন্য নেতারা জামিনে আছেন। ইমরান খান আজ আদালতকে বলেন, ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই মামলাগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। তাই এই মামলায় তাকে জামিন দেওয়া হলেও তিনি এখনই জামিনে বের হতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।