১০ জুনের আগেই ঘরের মাঠে হামজার অভিষেক?

১০ জুনের আগেই ঘরের মাঠে হামজার অভিষেক?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:৩১

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধুরীর। কিন্তু বাফুফে সূত্রে জানা গেছে, এর আগেই ঘরের মাটিতে হামজাকে খেলতে দেখতে পারবেন দর্শকরা।

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে একটি প্রস্ততি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আগামী ৫ জুন ম্যাচটি আয়োজনের পরিকল্পনা বাফুফের। গতকাল (বুধবার) সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু নিশ্চিত করেছেন বিষয়টি।

বাবু জানিয়েছেন, আগামী ৩১ মে ঘোষণা করা হবে এশিয়ান কাপ বাছাইপর্বের দল,  ‘আমরা ৩১ মে জাতীয় দল ঘোষণা করব। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি। তারা ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে।’

এই প্রস্তুতি ম্যাচেই দেখা যেতে পারে হামজাকে। এমনটা হলে হামজাকে চোখের সামনে চেনা মাঠে খেলতে দেখার অপেক্ষা ফুরোবে দর্শকদের নির্ধারিত সময়ের আগেই। যদিও আসন্ন প্রস্তুতি ম্যাচে এখনও হামজার খেলা, না খেলা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/জেটি

বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল
হামজা চৌধুরী

Scroll to Top